Friday, June 13, 2025

প্রতিদিনের AI প্রম্পট প্র্যাকটিস — চলুন সবাই মিলে স্কিল বাড়াই!

বন্ধুরা,

আমাদের যারা AI ইমেজ বা ভিডিও জেনারেটর নিয়ে কাজ করি, তাদের সবচেয়ে বড় সমস্যা হলো নতুন নতুন আইডিয়া খোঁজা। তাই আমি ভাবলাম —
প্রতিদিন ১টা বা ২টা করে ট্রেন্ডি, ভাইরাল, ও ইউনিক AI প্রম্পট শেয়ার করব — যেগুলো দিয়ে আপনি চাইলে ইমেজ বা ভিডিও বানিয়ে প্র্যাকটিস করতে পারবেন।
✅

কেন করব এটা?

প্রতিদিন নতুন আইডিয়া পাবেন
রেগুলার প্র্যাকটিসের সুযোগ
ট্রেন্ডিং কনটেন্ট বানানোর অভ্যাস হবে
নিজের প্রম্পট স্কিল ডেভেলপ হবে
ভবিষ্যতে কাজে লাগানোর জন্য বিশাল প্রম্পট কালেকশন তৈরি হবে
✅

কিভাবে ব্যবহার করবেন?

👉 প্রতিদিন সেই প্রম্পট দিয়ে কাজ করে প্র্যাকটিস করতে পারেন।
👉 অথবা সময় না থাকলে প্রম্পটগুলো সেভ করে রাখুন — পরে কাজে লাগবে।
✅

কাদের জন্য?

AI ইমেজ/ভিডিও জেনারেটর ইউজার
ডিজাইনার
কনটেন্ট ক্রিয়েটর
ইউটিউবার/রিল মেকার
মার্কেটার
AI লার্নার

যদি আগ্রহী হন — কমেন্টে বা রিঅ্যাকশনে জানান।

যত বেশি রেসপন্স পাব, তত দ্রুত শুরু করব।
👉 ইনবক্সে নিজের টপিক আইডিয়াও দিতে পারেন — মাঝে মাঝে সেগুলাও প্রম্পটে যোগ করব।
চলুন সবাই মিলে AI প্রম্পটিং মাস্টারি করি।
May be an image of watermelon and text

0 comments:

Post a Comment